শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বাফেলোতে ফ্রি ভ্যাকসিন ক্লিনিক

ইরি কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট (ECDOH) বাফেলো পাবলিক স্কুলস (BPS) এবং ইউনিভার্সিটি অ্যাট বাফেলো স্কুল অব নার্সিং-এর সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ব্যাক-টু-স্কুল ভ্যাকসিন ক্লিনিকের আয়োজন করছে। নিউইয়র্ক স্টেট আইনের বিধান অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের প্রয়োজনীয় টিকা সম্পন্ন করতে হবে, নইলে তারা স্কুলে থাকতে পারবে না।

এই ক্লিনিকগুলোতে স্কুলে প্রয়োজনীয় সব ভ্যাকসিন দেওয়া হবে— যেমন: DTap, DTP, Tdap, Td; Polio; MMR; Hep B; Varicella; Meningococcal; Hib এবং PCV (Pneumococcal)।

ইরি কাউন্টির এক্সিকিউটিভ মার্ক সি. পোলনকার্জ বলেন, “বাফেলো পাবলিক স্কুলস ও ইউবি স্কুল অব নার্সিংয়ের সঙ্গে যৌথভাবে আয়োজিত এসব ক্লিনিক শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি গণস্বাস্থ্যের বাস্তব উদাহরণ।”

ইরি কাউন্টি হেলথ কমিশনার ড. গেইল বার্নস্টেইন জানান, “প্রতি বছর হাজারো পরিবার সময়মতো সন্তানকে ভ্যাকসিন দেওয়ার জন্য হিমশিম খায়। অনেক চিকিৎসকের সময় আগেই পূর্ণ হয়ে যায়। এই ক্লিনিকগুলো সেই ঘাটতি পূরণ করবে।”

বাফেলো পাবলিক স্কুলসের চিফ অব স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস ড. শ্যারন ব্রাউন অভিভাবকদের উদ্দেশে বলেন, “যদি আপনার সন্তান সম্পূর্ণ ভ্যাকসিন না নিয়ে থাকে, তবে অবিলম্বে ফ্রি ক্লিনিকে রেজিস্ট্রেশন করুন বা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। ভ্যাকসিন না নিলে শুধু তারা ঝুঁকিতে পড়বে না, বরং অন্যদেরও অসুস্থ করার ঝুঁকি থাকবে।”

ইউনিভার্সিটি অ্যাট বাফেলো স্কুল অব নার্সিংয়ের ডিন ড. আনেট ওয়াইসককি বলেন, “আমাদের শিক্ষার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি এই উদ্যোগ শিশুদের প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষিত করবে। ভ্যাকসিনেশন বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের সবচেয়ে কার্যকর বিনিয়োগ।”

🔹 ক্লিনিক তারিখ ও স্থান:

  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, সকাল ১০টা–দুপুর ২টা: BPS 45 International School, 141 Hoyt Street
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, সকাল ১০টা–দুপুর ২টা: BPS 95 Waterfront, 95 Fourth Street
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর, দুপুর ২টা–সন্ধ্যা ৬টা: BPS 309 East Community High School, 820 Northampton
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, দুপুর ২টা–সন্ধ্যা ৬টা: BPS 363/415 Lewis J. Bennett/Middle Early College, 2885 Main Street

ক্লিনিকে আসার সময় শিক্ষার্থীর স্বাস্থ্য বীমার তথ্য এবং ইমিউনাইজেশন রেকর্ড সঙ্গে আনতে হবে। অভিভাবকের উপস্থিতি আবশ্যক নয়, তবে শিক্ষার্থীর জন্য পূর্ণাঙ্গ সাইন করা কনসেন্ট ফর্ম জমা দিতে হবে। প্রি-রেজিস্ট্রেশন উৎসাহিত করা হচ্ছে, তবে সিট থাকলে ওয়াক-ইনও গ্রহণ করা হবে।

📌 বিস্তারিত: buffaloschools.org , health.ny.gov

 

Related posts

যুক্তরাষ্ট্রের শুল্কনীতি: সর্বোচ্চ সিরিয়ায়, সবচেয়ে কম ইউরোপিয়ান দেশগুলোতে

প্রায় ১ বিলিয়ন ডলারে ১১৯টি JCPenney স্টোর বিক্রি

নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫