প্রায় ১ বিলিয়ন ডলারে ১১৯টি JCPenney স্টোর বিক্রি

প্রায় পাঁচ বছর আগে দেউলিয়া হওয়ার পর, এবার খ্যাতনামা খুচরা পণ্য বিক্রেতা JCPenney-এর ১১৯টি স্টোর বিক্রি হয়ে গেল প্রায় ১ বিলিয়ন ডলারে। বোস্টনভিত্তিক প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান Onyx Partners Ltd. এই স্টোরগুলো কিনে নিচ্ছে ৯৪৭ মিলিয়ন ডলারের একটি অল-ক্যাশ ডিলে। এই লেনদেনের ঘোষণা দেয় Copper Property CTL Pass Through Trust, যারা ২০২০ সালে JCPenney-এর দেউলিয়া হওয়ার পর প্রতিষ্ঠানের ঋণদাতাদের জন্য এই ট্রাস্টটি গঠন করে। Copper Property জানায়, চুক্তির অধীনে Onyx Partners ইতোমধ্যে সব ধরনের যাচাই-বাছাই সম্পন্ন করেছে এবং তাদের জমা দেওয়া ডিপোজিট আর ফেরতযোগ্য নয়।

প্রপার্টিগুলোর মালিকানা থাকলেও Copper Property নিজে স্টোর পরিচালনা করে না। ২০২০ সালে JCPenney দেউলিয়া হলে মোট ১৬০টি স্টোর ও ৬টি ডিস্ট্রিবিউশন সেন্টার এই ট্রাস্টের আওতায় আসে। অন্যদিকে, Simon Property Group ও Brookfield Asset Management প্রতিষ্ঠান দুটি JCPenney-এর বাকি অপারেশন পরিচালনা করে আসছে।

বর্তমানে JCPenney-এর মোট ৬৫০টি স্টোর রয়েছে। বিক্রি হওয়া ১১৯টি স্টোর এখনো চালু রয়েছে, তবে Onyx Partners এই স্টোরগুলোর ভবিষ্যৎ সম্পর্কে কোনো মন্তব্য দেয়নি। করোনা মহামারির সময় JCPenney ২০০টিরও বেশি স্টোর বন্ধ করে দিয়েছিল। এছাড়া, ২০২৫ সালের মে মাসে আরও ৭টি স্টোর বন্ধ হয়ে গেছে।

এই বিক্রয় চুক্তি থেকে পাওয়া অর্থ সরাসরি যাবে JCPenney-এর ঋণদাতাদের কাছে। লেনদেনের পর খরচ বাদ দিয়ে প্রায় ৯২৮ থেকে ৯৩২ মিলিয়ন ডলার ঋণ পরিশোধে ব্যয় হবে বলে জানিয়েছেন Copper Property-এর প্রধান আর্থিক কর্মকর্তা লারি ফিঙ্গার। এই বিক্রির আওতায় থাকা ১১৯টি স্টোর যুক্তরাষ্ট্রের ৩৫টি অঙ্গরাজ্যে অবস্থিত, যার মধ্যে কেবল টেক্সাসে ২১টি এবং ক্যালিফোর্নিয়ায় ১৯টি স্টোর রয়েছে।

Related posts

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বাফেলোতে ফ্রি ভ্যাকসিন ক্লিনিক

যুক্তরাষ্ট্রের শুল্কনীতি: সর্বোচ্চ সিরিয়ায়, সবচেয়ে কম ইউরোপিয়ান দেশগুলোতে

নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫