অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশ বিশ্বকাপ দল। ১৫ সদস্যের দলে জায়গা হয়নি দেশ সেরা ওপেনার তামিম ইকবালের। তবে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দল ঘোষণার আগমুহূর্তে শুরু হয় চরম নাটকীয়তা। দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মাঝে দ্বন্দ্বের বিষয় আগেই সামনে এসেছিল।
তবে পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপ দলে রাখা হয়নি দেশসেরা ওপেনার তামিমকে।
আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। তামিম ইকবালের পজিশনে সুযোগ মিলেছেন আরেক তানজিদ হাসান তামিমের।এশিয়া কাপের দল থেকে বাদ পড়লেও অভিজ্ঞ মাহামুদউল্লাহ আছেন ১৫ সদসের দলে। এছাড়া পেস আক্রমণে জায়গা হয়েছে তরুণ পেসার তানজিম হাসান সাকিবের।আগামী ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। ৭ অক্টোবর আফগানিস্তানের সাথে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ দল।
বাংলাদেশ বিশ্বকাপ দলঃ সাকিব আল হাসান(অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হাসান শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদি, তানজিম হাসান সাকিব।