কক্সবাজারে “নব্য গডফাদার শিলং থেকে এসেছে” মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে শহরের শহীদ দৌলত ময়দানে এনসিপির পথসভায় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “আগে নারায়ণগঞ্জে গডফাদার ছিল শামীম ওসমান, এখন কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে—ঘের, জমি দখল ও চাঁদাবাজি করছে।”
তাঁর এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরে আজ শনিবার বিকেলে চকরিয়া পৌর শহরে এনসিপির জুলাই পদযাত্রার অস্থায়ী মঞ্চ ভাঙচুর করেন বিএনপির একদল নেতা-কর্মী। হাজার হাজার বিক্ষুব্ধ নেতা-কর্মী পৌর শহরের সড়কে অবস্থান নেন। বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের জনতা মার্কেট চত্বরে বিক্ষোভ করেন। তাঁরা পাটোয়ারী ও এনসিপির বিরুদ্ধে নানা স্লোগান দেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুপ বদরী ও কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল কটূক্তির নিন্দা জানিয়ে বক্তব্য দেন। বিকেলে চকরিয়া পৌর শহরে এনসিপির অস্থায়ী পথসভা মঞ্চে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালান, মঞ্চ ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলেন। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সাবেক সংদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ‘এনসিপি নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে কক্সবাজারবাসীকে আশাহত করেছে। তিনি রাজনৈতিক শিষ্টাচারবর্হিভূত বক্তব্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছে কিনা খতিয়ে দেখা দরকার।
এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন, নিরাপত্তাহীনতার কারণে সমাবেশ বন্ধ করতে হয় এবং তারা ফাসিয়াখালী এলাকায় অবস্থান নেন। চকরিয়া থানার ওসি জানান, উত্তেজনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।