Monday, December 23, 2024
Homeবাফেলোর অন্দরেইউএস-কানাডা সীমান্তে রেইনবো ব্রিজে গাড়ি বিস্ফোরণঃ দুজন নিহত

ইউএস-কানাডা সীমান্তে রেইনবো ব্রিজে গাড়ি বিস্ফোরণঃ দুজন নিহত

ইউএস-কানাডা সীমান্তে রেইনবো ব্রিজ ক্রসিংয়ে একটি “গাড়ি বিস্ফোরণ” হয়েছে। এটা কোন টেরোরিস্ট অ্যাটাক কিনা সে বিষয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। তবে FBI, ATF এবং অন্যান্য তদন্তকারী সংস্থা তদন্ত করে যাচ্ছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এবং বাফেলো মেয়র বায়রন ব্রাউন এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এক বিবৃতিতে বলেন, তাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। তার নির্দেশে, নিউ ইয়র্ক স্টেট পুলিশ সক্রিয়ভাবে এফবিআই জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্সের সাথে নিউইয়র্কে প্রবেশের সমস্ত পয়েন্ট নিরীক্ষণের জন্য কাজ করছে, তিনি আরও বলেন, তিনি আইন প্রয়োগকারী সংস্থার সাথে দেখা করতে বাফেলোতে আসছেন। মেয়র বায়রন ব্রাউন, সিকিউরিটি বাড়িয়ে দিয়েছেন এবং সিটি হল আড়াইটায় দিকে বন্ধ ঘোষণা করেছেন এবং সবাইকে সাবধানতা অবলম্বন করতে বলেছেন।

জানা যায়, বিস্ফোরণ হওয়া গাড়ির ভিতরে দুজন লোক মারা গেছে বলে জানা যায়। ঘটনার পর পশ্চিম নিউইয়র্কে চারটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেন, কানাডা থেকে উচ্চ গতিতে একটি গাড়ি ব্রিজের ক্রসিংয়ে একটি পাইলনে বিধ্বস্ত হয় এরপর গাড়িটিতে আগুন ধরে যায়।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments