দেশবাণী ডেস্ক
রাশিয়া মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে সতর্ক করে দিয়ে বলেছে, রাশিয়ায় ‘বিরোধ উসকে দেয়ার’ প্রচেষ্টা ওয়াশিংটনকে বন্ধ করতে হবে। মস্কোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই কথা বলা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঐ বিবৃতিতে জোর দিয়ে বলা হয় যে,
‘রাশিয়ার সমাজে বিভেদ ও শত্রুতা উসকে দেয়ার লক্ষে আমেরিকার পক্ষের যে কোন পদক্ষেপ, সেইসাথে কূটনৈতিক মিশনকে নাশকতামূলক কাজ ধামাচাপা দেয়ার লক্ষে ব্যবহার করাকে কঠোরভাবে দমন করা হবে।’
বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়ার বিরোধী দলীয় রাজনীতিবিদ ভ্লাদিমির কারা-মুর্জাকে ‘সমর্থন করে উস্কানিমূলক বক্তব্য দেয়ার’ বিষয়ে ট্রেসিকে ডেকে পাঠানো হয়েছিল।