“সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ,দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাএশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নবীন বরণ ২০২৪ অনুষ্ঠিত হয় ৮ই নভেম্বর, শুক্রবার সকাল ৮টায় পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্যে দিয়ে। উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছাএ-শিবিরের সভাপতি আব্দুল মোহাইমিন। তিনি, জুলাই-আগস্ট বিপ্লবের পর শহীদের স্মরণ ও নতুন আঙ্গিকে দেশ গঠনের প্রত্যয় নিয়ে এগিয়ে চলার সকলকে আহ্বান জানান। এছাও আইন অনুষদের সাবেক ডীন, বর্তমান প্রফেসর ড. হান্নান স্যার নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজের স্বপ্নগুলোকে ভালোভাবে পূরণ করার জন্য পড়াশুনায় নিয়মিত হওয়া এবং তার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়ার তাগিদ দেন। এছাড়াও তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে ছাএদের পরামর্শ দেন। আরও উপস্থিত ছিলেন কলা অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসাইন স্যার, তিনি ছাএদের উদ্দেশ্যে ক্যাম্পাসের ভালো-মন্দ দিকগুলি তুলে ধরেন। ছাএরা যেনো মাদকাসক্ত না হয় সেদিকে দৃষ্টি প্রদান করেন। সবশেষে, বাংলাদেশ ইসলামী ছাএশিবির কর্তৃক ফুল,পবিত্র কোরআন সহ আর কিছু গুরুত্বপূর্ণ উপহার সামগ্রী দিয়ে প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসাইন স্যারের মাধ্যমে উপস্থিত সকল নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।