বরগুনা প্রতিনিধি:
বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নবজাতক ও মায়েদের সেবার জন্য ব্রেস্ট ফিডিং কর্নার চালু করা হয়েছে। সেবামূলক সংগঠন “আমাদের জন্য আমরা”-এর অর্থায়নে নির্মিত এই কর্নারটি মঙ্গলবার (১৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কর্নারটির নির্মাণে পরিকল্পনা গ্রহণ করে টিআইবির সনাকের জেলা সদর হাসপাতাল এসিজি গ্রুপ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইকিয়াট্রিস্ট ডাঃ খায়রুল আলম, ড. শিরীন সিদ্দিকী, বরগুনা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম নজমূল আহসান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাজকিয়া সিদ্দিকাহ, ডাঃ এম আর আলম কল্প, বরগুনা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মনির হোসেন কামাল, টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মোঃ নাজমুল হোসেন খান, এসিজি গ্রুপের সমন্বয়কারী অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম সোহেল, সাবেক সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌসি, “আমাদের জন্য আমরা” এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুশফিক আরিফ, পরিবেশকর্মী আল আমিন প্রমূখ। ।
“আমাদের জন্য আমরা”-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মুশফিক আরিফ বলেন,
“এই কর্নারটি প্রতিদিন চিকিৎসা নিতে আসা মা ও শিশুর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এই ব্রেস্ট ফিডিং কর্নারটি হাসপাতালের সেবায় নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. নাজমুল হোসেন খান।