Sunday, February 23, 2025
Homeদেশের খবরডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: মির্জা ফখরুল

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: মির্জা ফখরুল

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে উপস্থিত অন্যরা আমাদের আশ্বস্ত করেছেন যে, খুব শিগগিরই নির্বাচনের ব্যবস্থা করা হবে। প্রধান উপদেষ্টাও বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য তারা কাজ করছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি রোডম্যাপ ঘোষণা করা হবে এবং তার ভিত্তিতেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে।’

এর আগে সন্ধ্যা ৬টার দিকে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments