Monday, December 23, 2024
Homeদেশের খবরচুয়াডাঙ্গায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান

চুয়াডাঙ্গায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান

রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত সকল মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে গতকাল রবিবার সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা শহর প্রদক্ষিণ করেন। কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। সদর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাজমুল আরেফিন কিরন, আরিফ আহমেদ শিপ্লব,আব্দুল হাদিদ জিতু, সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান রাজ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইমুম আরাফাত, যুগ্ম আহবায়ক আবু বক্কর প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments