বিশ্বকাপে আফগানিস্তানকে হারিয়ে মিশন শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা ৬ ম্যাচে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় টাইগাররা। সোমবার শ্রীলংকাকে হারিয়ে হারের বৃত্ত থেকে বের হয় সাকিব আল হাসানের দল। অবশেষে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
কিছু ম্যাচের হাইপ অনিচ্ছা স্বত্ত্বেও বেড়ে যায়। বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই ওই পর্যায়ে পৌঁছেছে। নিদাহাস ট্রফির নাগিন ড্যান্সে যার শুরু। পরের বেশ কিছু ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই, স্লেজিং, বিতর্কের ঘটনা ঘটেছে। বিশ্বকাপে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়েও বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ উত্তাপ ছড়িয়েছে।
অ্যাঞ্জেল ম্যাথুসের টাইমড আউটে যার শুরু। সাকিবকে আউট করে ম্যাথুসের ঘড়ি দেখানোর ইশারা করে টাইমড আউট উদযাপন। এরপর তাওহীদ হৃদয়ের সঙ্গে লঙ্কানদের কথা কাটাকাটি। এসবের মধ্যেই লঙ্কানদের ২৮০ রানের লক্ষ্যটা সহজ বানিয়েও শেষ দিকে উইকেট বিলিয়ে ৩ উইকেটে জিতেছে বাংলাদেশ।
এদিন আগে ব্যাট করে ২৭৯ রানে অলআউট হয় শ্রীলংকা। টার্গেট তাড়া করতে নেমে ৫৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ। দলের জয়ে ৯০ রান করেন নাজমুল হোসেন শান্ত। ৮২ রান করেন সাকিব আল হাসান।