Wednesday, January 22, 2025
Homeবহির্বিশ্বগণতন্ত্রবিরোধী কাজে জড়িত তিন দেশের শীর্ষ রাজনীতিবিদ-আমলাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

গণতন্ত্রবিরোধী কাজে জড়িত তিন দেশের শীর্ষ রাজনীতিবিদ-আমলাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশবাণী ডেস্ক

তিন দেশের শীর্ষ রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ‘গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে তাদের ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়। তিন দেশ হলো গুয়াতেমালা, হন্ডুরাস ও নিকারাগুয়া।

এছাড়াও দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মধ্য আমেরিকার আরেক দেশ এল সালভাদরের সাবেক দুই প্রেসিডেন্টের ওপরও।

মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকাসহ বিভিন্ন অভিযোগে গুয়াতেমালার ১০ জন, নিকারাগুয়ার ১৩ জন এবং হন্ডুরাসের ১০ জনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি, দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এল সালভাদরের ১০ ব্যক্তির ওপর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞাপ্তদের তালিকায় এমন ব্যক্তিরা রয়েছেন, যারা জেনেশুনে গণতান্ত্রিক প্রক্রিয়া বা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছেন, ব্যাপক দুর্নীতিতে জড়িত অথবা দুর্নীতির তদন্তে বাধা সৃষ্টি করেছেন।

গুয়াতেমালায় ‘গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন বিচারক এবং সাবেক ও বর্তমান প্রসিকিউটর। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ওপরও।

হন্ডুরাসে নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন একজন সংসদ সদস্য এবং প্রধান রাজনৈতিক দলের সভাপতি।

নিকারাগুয়ায় বর্তমান অ্যাটর্নি জেনারেল, জাতীয় পরিষদের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট, ফার্স্ট সেক্রেটারি, থার্ড সেক্রেটারি, আপিল কোর্টের বিচারকসহ বিভিন্ন অর্থনৈতিক সংস্থার কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

এল সালভাদরে ব্যাপক দুর্নীতি ও অর্থপাচারে জড়িত অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাবেক প্রেসিডেন্ট মাউরিসিও ফুনেস এবং সালভাদর সানচেজের ওপর।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত এসব ব্যক্তি আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং তারা যদি নিষেধাজ্ঞার আগেই মার্কিন ভিসা পেয়ে থাকেন, তবে তা প্রত্যাহার করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments