Wednesday, January 22, 2025
Homeবহির্বিশ্বঅবৈধ বসতি বানানো বন্ধ করতে ইসরায়েলকে জাতিসংঘের নতুন বার্তা

অবৈধ বসতি বানানো বন্ধ করতে ইসরায়েলকে জাতিসংঘের নতুন বার্তা

দেশবাণী ডেস্ক

ইসরাইলের প্রতি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরণের বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরাঁ। তিনি বলেছেন, ইসরাইলের বসতি নির্মাণ কার্যক্রম এ অঞ্চলে উত্তেজনা ও সহিংসতা সৃষ্টি করছে। পাশাপাশি তিনি এমন আচরণকে দীর্ঘস্থায়ী শান্তির পথে প্রধান বাধা হিসেবে বর্ণনা করেছেন। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

খবরে জানানো হয়, অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর অভিযানে কমপক্ষে পাঁচজন ফিলিস্তিনি নিহত হন। এছাড়া আহত হন আরও ৯০ জন।

এই ঘটনার পরই জাতিসংঘের প্রধান ইসরাইলের সমালোচনা করে বার্তা দিলেন।

প্রায় ২০ বছরের মধ্যে এই প্রথম ইসরাইল হেলিকপ্টার গানশিপ পাঠিয়েছে ফিলিস্তিনে। হেলিকপ্টার থেকে জেনিন শরণার্থী শিবিরের মধ্যে রকেট নিক্ষেপ করা হয়। সেখানে যখন ফিলিস্তিনি যোদ্ধারা ছোট অস্ত্র দিয়ে ঘণ্টার পর ঘণ্টা লড়াই চালিয়ে যায়। এতে বেশ কয়েকটি ইসরাইলি সামরিক যান ধ্বংস হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ১০ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে আটজন ইসরাইলি সেনা আহত হয়েছে।

এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেন, মহাসচিব পুনর্ব্যক্ত করেছেন যে- ইসরাইলের এমন আচরণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments