বাংলাদেশের নারী ক্রিকেট দল দীর্ঘ ১০ বছর পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় তুলে নিয়েছে। সবশেষ ২০১৪ সালে তারা বিশ্বকাপে জয় পায়, এরপর থেকে টানা পরাজিত ছিল টাইগ্রেসরা। তবে এবার সংযুক্ত আরব আমিরাতের শারজায় স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে দীর্ঘদিনের খরা কাটিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
শারজায় অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। শুরুটা ভালো হলেও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। সাথী রানী ৩২ বলে ২৯, সুবহানা মোস্তারি ৩৮ বলে ৩৬ এবং অধিনায়ক জ্যোতি ১৮ বলে ১৮ রান করেন। স্কটল্যান্ডের ক্যাথরিন ফ্রেজার দুর্দান্ত বোলিং করে নেন ৩টি উইকেট।
১২০ রানের লক্ষ্যে খেলতে নেমে স্কটল্যান্ডের শুরুটা ভালো হয়নি। দলীয় ৩১ রানের মধ্যেই দুই উইকেট হারায় তারা। এরপর সারাহ ব্রাইস একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখার চেষ্টা করলেও স্কটল্যান্ডের ব্যাটাররা টাইগ্রেসদের বোলিং আক্রমণের সামনে নড়বড়ে হয়ে পড়ে।
শেষ পর্যন্ত স্কটল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রানে থামে। সারাহ ব্রাইস ৫২ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে রিতু মনি ২টি উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এই জয়ে বিশ্বকাপে আবারও নিজেদের অবস্থান মজবুত করলো টাইগ্রেসরা।