দেশবাণী ডেস্ক
শীতের একটি অতি পরিচিত ফুল হল গাঁদা। শীত এলেই প্রত্যেকের বাগানে ফোটে এই ফুল। বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে গাঁদার কোনও তুলনা হয় না। কিন্তু শুধু পুজো বা বাগান সাজাতেই নয়, চুলের যত্নেও অত্যন্ত উপকারী এই ফুল। গাঁদা ফুলে থাকা ঔষুধি গুণ ত্বক ও চুলের সমস্যা দূর করতে অত্যন্ত সাহায্য করে।
গাঁদা ফুলে আছে বিভিন্ন ধরণের অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ এবং ভিটামিন বি যা চুলের ফলিকলকে সহজেই মজবুত করে। চুল ঝরে যাওয়ার সমস্যা থেকে বাঁচতে গাঁদা ফুলের মাস্ক ব্যবহার করা যেতেই পারে।
গাঁদা ফুলের মাস্ক চুলে লাগাতে হলে প্রথমে চুলের ছোট ছোট কতগুলি ভাগ করে নিতে হবে। এরপর এই মিশ্রণটি চুলের গোড়ায় ভালভাবে মেখে নিতে হবে। ৪৫ মিনিট এই হেয়ার মাস্কটি চুলে রাখার পর ভাল করে ধুয়ে নিতে হবে। এবং চুল ধোয়ার জন্য শ্যাম্পু ব্যবহার করা চলবে না। সপ্তাহে ১ দিন করে এই মাস্ক ব্যবহার করা যেতেই পারে।