সম্প্রতি এক রাজনৈতিক সমাবেশে এনসিপি নেতা হাসনাত আব্দুলা যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এক বিএনপি নেতা। তিনি বলেন, “গণতন্ত্রের নামে নাটক আর জনগণের অধিকার হরণের এই প্রচেষ্টা আমরা বরদাশত করব না। সত্যের পক্ষে আমরা আছি এবং থাকব।”
বিএনপি নেতার এই জবাবে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। তিনি আরও উল্লেখ করেন, “অপপ্রচার আর বিভ্রান্তি দিয়ে জনগণকে ভুল পথে চালানো যাবে না। মানুষ এখন সচেতন, এবং তারা জানে কে তাদের অধিকার রক্ষা করছে, আর কে কেবল বক্তব্য দিয়ে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছে।”
রাজনীতিতে এমন স্পষ্ট ও কঠিন ভাষার জবাব নতুন মাত্রা যোগ করেছে চলমান পরিস্থিতিতে।
👉 আপনার মতামত কী? কে বলছে সঠিক কথা? মন্তব্যে জানান।
1 comment
[…] viagra sildenafil 50mg tablets […]
Comments are closed.