Tuesday, September 17, 2024
Homeবিজ্ঞান ও প্রযুক্তিবাজারে এলো আইফোন-১৫ সিরিজ

বাজারে এলো আইফোন-১৫ সিরিজ

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অ্যাপলের সদর দপ্তরে আইফোন-১৫  এবং আইফোন-১৫ প্লাস সিরিজ উম্মেচন করা হয়।

আপেল জানায় আইফোনের নতুন এই মডেলে জনপ্রিয় টাইপ ‘সি’ চার্জার ব্যবহার করা যাবে।

নতুন আইফোনে রয়েছে টাইটানিয়াম কেস এবং দ্রুতগতির চিপ, যা আরও ভালো গ্রাফিক্স ও মোবাইল গেমিংয়ে সহায়তা করবে।

আইফোন-১৫ ও ১৫ প্লাস ফোন দুটির প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। ফোন দুটি পিঙ্ক, ইয়েলো, গ্রিন, ব্লু এবং ব্ল্যাক কালারে বাজারে পাওয়া যাবে। প্রো এবং অন্যান্য আইফোন ১৫ মডেলে থাকবে আরও উজ্জ্বল ডিসপ্লে। ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি ব্যাটারিতে থাকছে শতভাগ পুনর্ব্যবহারযোগ্য কোবাল্ট।

আইফোন-১৫ সিরিজের ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯৯ ডলার। আইফোন-১৫ প্লাসের ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৯৯ ডলার। আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) থেকে নতুন ফোনগুলোর অর্ডার নেওয়া শুরু হবে। ২২ সেপ্টেম্বর থেকে বিশ্বের অন্তত ৪০টি দেশ ও অঞ্চলের ব্যবহারকারীরা এই ফোন হাতে পাবেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments