৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

বাফেলো বিএনপির আয়োজনে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৩৩৮৫, বেইলি এভিনিউতে অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনীতিতে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল।

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সরকারের দমনপীড়নের প্রতিবাদে বাফেলো বিএনপি এক আলোচনা সভার আয়োজন করে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আব্বাস উদ্দিন দুলাল, বিশেষ অতিথি জনাব আনিসুল ইসলাম সানি এবং সভাপতিত্ব করেন সিরাজউদ্দৌলা বাবুল। আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়কঃ জনাব আনোয়ার হোসেন হাওলাদার, এম এ লতিব, যুক্তরাজ্য যুব দলের সহ সাধারণ সম্পাদকঃ একেএম মুফাজ্জেল হাসান, বাফেলো বিএনপি নেতা মুক্তাদির হোসেন মিসবাহ, হাবিবুর রহমান হাবিব, মোঃ বাবলু, জামাল উদ্দিন, আজাহারুল মাকছুদ, আনোয়ার হোসেন, মোঃ রিয়াদ সহ আরও অনেকে। শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুণ ছাত্র নেতা ফেরদৌস মিয়া।

বক্তারা বাংলাদেশে অবস্থানরত বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেফতার ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলেন।

বক্তারা বলেন, ‘দেশে মামলা-হামলা দিয়ে অসংখ্য বিএনপির নেতাকর্মীদের জেলে দেওয়া হচ্ছে। আমরা চাইলেও এই অবৈধ ভোট চোর সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারছি না। তবে অর্থনৈতিক ভাবে আমরা আমাদের নেতাকর্মীদের সাহায্য করতে পারি’। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাফেলো বিএনপি সেক্রেটারি সোহেল হাওলাদার।

Related posts

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন অব বাফেলো নিউইয়র্কের পক্ষে বাংলাদেশী যেকোনো অসহায় মানুষের জন্য ১৭ টি কবরস্হানের ঘোষনা

গ্রেটার বাফেলো বিএনপি কর্মী সম্মেলন কর্মসূচি অনুষ্ঠিত

চিকতোয়াগায় দেশ সুপার মার্কেট রেস্টুরেন্ট অ্যান্ড ফার্মেসীর সফট ওপেনিং