চিকতোয়াগায় দেশ সুপার মার্কেট রেস্টুরেন্ট অ্যান্ড ফার্মেসীর সফট ওপেনিং

গত ১১ জুলাই নিউইয়র্কের চিকতোয়াগা এলাকার ২৮৮৭ হারলেম রোডে বাংলাদেশি মালিকানাধীন “দেশ সুপার মার্কেট রেস্টুরেন্ট অ্যান্ড ফার্মেসী”-এর সফট ওপেনিং হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অন্যতম সত্ত্বাধিকারী মোঃ সুমন, জিতু ও আলমগীরসহ বাফেলোর বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, মূলত স্থানীয় বাংলাদেশি কমিউনিটির চাহিদা ও প্রয়োজন বিবেচনায় তারা এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

চিকতোয়াগায় এটি হচ্ছে প্রথম বাংলাদেশি মালিকানাধীন সুপার মার্কেট যেখানে ফ্রেশ খাবার, ফ্রেশ সবজি, জাবিহা হালাল মাংসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বিশাল সংগ্রহ রয়েছে। সফট ওপেনিং উপলক্ষে গরুর মাংস সহ অন্যান্য পণ্যে বিশেষ ছাড় দেওয়া হয়। উদ্যোক্তারা জানান, দেশ সুপার মার্কেট রেস্টুরেন্ট অ্যান্ড ফার্মেসী একটি পূর্ণাঙ্গ কমিউনিটি সেন্টার হিসেবে কাজ করবে। এতে সুপার মার্কেট, রেস্টুরেন্ট, ফার্মেসি, মানি ট্রান্সফার সার্ভিস এবং সাশ্রয়ী মূল্যে এয়ার টিকিট বুকিং সুবিধাও থাকছে।

প্রতিষ্ঠানটি মনোরম ও নিরিবিলি পরিবেশে, প্রশস্ত জায়গা ও পর্যাপ্ত পার্কিং সুবিধাসহ গড়ে তোলা হয়েছে যাতে গ্রাহকরা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন। তারা আরও জানান, কম লাভে পণ্য বিক্রির মাধ্যমে গ্রাহকদের সাশ্রয়ী সেবা দিতে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে। দেশ সুপার মার্কেট অ্যান্ড ফার্মেসীর পক্ষ থেকে বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা কামনা করা হয় এবং জানানো হয়, খুব শিগগিরই একটি আনুষ্ঠানিক গ্র্যান্ড ওপেনিং আয়োজন করা হবে।

Related posts

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন অব বাফেলো নিউইয়র্কের পক্ষে বাংলাদেশী যেকোনো অসহায় মানুষের জন্য ১৭ টি কবরস্হানের ঘোষনা

গ্রেটার বাফেলো বিএনপি কর্মী সম্মেলন কর্মসূচি অনুষ্ঠিত

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব বাফেলো ইনক-এর বার্ষিক পিকনিক ২০২৫