গত ১২ জুলাই ২৭৯ গিলফোর্ড স্ট্রিট, বাফেলো, নিউইয়র্কে গ্রেটার বাফেলো বিএনপির কর্মী সম্মেলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ অলিউল্লাহ আতিকুর রহমান, সভাপতি, নিউইয়র্ক স্টেট বিএনপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন (ভিপি), সিনিয়র সহ-সভাপতি, নিউইয়র্ক স্টেট বিএনপি। প্রধান বক্তা ছিলেন সাইদুর রহমান সাইদ, সাধারণ সম্পাদক, নিউইয়র্ক স্টেট বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক; মোঃ রঈস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, নিউইয়র্ক স্টেট বিএনপি; সিরাজউদ্দৌলা বাবুল, সাবেক আহ্বায়ক, গ্রেটার বাফেলো বিএনপি; আব্বাস উদ্দিন দুলাল, বাফেলো বিএনপির বিশিষ্ট রাজনীতিক; মুক্তাদির হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক বাফেলো বিএনপি; কামরুল হাসান সিরাজি, বাফেলো বিএনপি নেতা; তরুণ বিএনপি নেতা আজহারুল মাকসুদ; আনোয়ার হোসেন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক; গৌসুর আনোয়ার রাহিন, বিএনপি নেতা; প্রফেসর জোবাইদুর রহমান খান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং মোঃ সোহেল হাওলাদার, সাবেক সদস্য সচিব, গ্রেটার বাফেলো বিএনপি। এছাড়াও বাফেলো বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে নিউইয়র্ক স্টেট বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভার্চুয়ালি (জুমের মাধ্যমে) এবং স্থানীয় নেতাকর্মীরা সরাসরি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনাব আবুক ফজল নোমান। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান মুরাদ। দলীয় সংগীত পরিবেশন করেন প্রফেসর জোবাইদুর রহমান খান, রোজিনা আফরোজ, সায়েদ, টিনা, কুলসুমা এবং বিডো। এরপর বক্তব্য রাখেন গ্রেটার বাফেলো বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক সিরাজউদ্দৌলা বাবুল। তিনি বলেন, ২০১৯ সালে বাফেলো বিএনপির প্রতিষ্ঠা করা হয়। তিনি তার দীর্ঘদিনের সহযোদ্ধা এবং প্রতিষ্ঠালগ্নের নেতৃবৃন্দকে স্মরণ করেন এবং সম্মেলনের সুযোগ করে দেওয়ায় নিউইয়র্ক স্টেট বিএনপিকে ধন্যবাদ জানান।
পরে একে একে নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন। কেন্দ্র কমিটির নেতারা বলেন, দল যে কমিটিই গঠন করুক না কেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে কাজ করতে হবে। বিশেষভাবে সিরাজউদ্দৌলা বাবুল, মোঃ সোহেল হাওলাদার এবং আজহারুল মাকসুদের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্টেট বিএনপির নেতারা। বক্তারা বলেন, বিএনপির বিরুদ্ধে দেশে-বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে সেই ষড়যন্ত্র মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তারা জানান, জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারই বিএনপির আন্দোলনের মূল উদ্দেশ্য। স্টেট বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বাফেলোতে দুটি কমিটি থাকবে—গ্রেটার বাফেলো বিএনপি ও বাফেলো সিটি বিএনপি। তবে বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সকল ভেদাভেদ ভুলে দুটি কমিটি মিলিয়ে একটি শক্তিশালী কমিটি গঠিত হবে। একই সঙ্গে দুটি কমিটিকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রেটার বাফেলো বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজউদ্দৌলা বাবুল এবং সঞ্চালনায় ছিলেন সাবেক সদস্য সচিব মোঃ সোহেল হাওলাদার।