বাফেলোতে বাংলাদেশ কনস্যুলেট সেবার কার্যক্রম নিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ওয়েস্টার্ন নিউইয়র্ক বাংলাদেশি সোসাইটি ইনক ।
সংস্থাটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস রিলিজে বলা হয়, নন্দন টিভি বাফেলোর একটি প্রতিবেদনে “নিউইয়র্ক বিশেষ প্রতিনিধি”-র বরাতে বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্কের কর্মকর্তাদের বিরুদ্ধে ই-পাসপোর্ট সেবা সংক্রান্ত অনিয়ম, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অবহেলায় ফেলে রাখা, শত শত আইডি হারিয়ে যাওয়া, গোপনীয়তা লঙ্ঘন এবং দায়িত্বহীনতার মতো গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে-যার কোনোটি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ওয়েস্টার্ন নিউইয়র্ক বাংলাদেশি সোসাইটি ইনক-এর প্রেস রিলিজে আরও উল্লেখ করা হয়েছে, উক্ত প্রতিবেদনে কোনো সুনির্দিষ্ট ঘটনা, লিখিত বা মৌখিক অভিযোগ, প্রামাণ্য দলিল কিংবা ভুক্তভোগী ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। বরং নামহীন এক তথাকথিত “বিশেষ প্রতিনিধি”-র উদ্ধৃতি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘনের পাশাপাশি আইনি অপরাধের শামিল। প্রেস রিলিজে বলা হয়, বাফেলোর কোনো স্থানীয় সাংবাদিক বা প্রতিষ্ঠিত গণমাধ্যম এ ধরনের কোনো ঘটনার বিষয়ে অবগত নন এবং শহরের বহুল প্রচারিত কোনো মিডিয়াতেও এ সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশিত হয়নি।
সংস্থাটি অভিযোগ করে জানায়, পরিকল্পিতভাবে এ ধরনের মিথ্যাচার ছড়িয়ে বাফেলোতে নিয়মিত কনস্যুলেট সেবা কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা চালানো হচ্ছে। তাদের মতে, পতিত স্বৈরাচার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু অসাধু চক্র নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
প্রেস রিলিজে আরও জানানো হয়, গত ৩ ও ৪ জানুয়ারি ২০২৬ তারিখে বাফেলোর ১২০ আলেকজান্ডার অ্যাভিনিউয়ে দুই দিনব্যাপী কনস্যুলেট সেবা কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। এ কার্যক্রমে বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্ককে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে ওয়েস্টার্ন নিউইয়র্ক বাংলাদেশি সোসাইটি ইনক।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাফেলো কমিউনিটির সুপরিচিত ও বিশ্বাসযোগ্য স্থানীয় গণমাধ্যম-বাফেলো বাংলা, নিবন্ধিত প্রিন্ট মিডিয়া দেশবানী, ২৪ ঘণ্টার বাংলা টেলিভিশন চ্যানেল DTV এবং অনলাইন মিডিয়া বাফেলো প্রতিদিনসহ সকল স্থানীয় সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলেও নিউইয়র্ক থেকে কোনো সাংবাদিক বা তথাকথিত “বিশেষ প্রতিনিধি”-কে আমন্ত্রণ জানানো হয়নি এবং কেউ উপস্থিতও ছিলেন না। সংস্থাটি দাবি করে, এবারের কনস্যুলেট সেবা কার্যক্রম ছিল বাফেলোতে আয়োজিত কনস্যুলেট কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম সফল ও শৃঙ্খলাপূর্ণ আয়োজন।