গত ১২ সেপ্টেম্বর নিউইয়র্কের বাফেলোর ২৭৯ গিলফোর্ড স্ট্রিটে ওয়েস্টার্ন নিউইয়র্ক বিএনপির উদ্যোগে পরিচিতি সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন নিউইয়র্ক বিএনপির আহ্বায়ক শাহিনুর ইসলাম শাহীন। প্রধান বক্তা হিসাবে ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ জামান। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন ভিপি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল রহমান এবং সাংগঠনিক সম্পাদক রইস উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফেলো উত্তর বিএনপির আহ্বায়ক সিরাজউদ্দৌলা বাবুল, সদস্য সচিব সোহেল হাওলাদার, যুগ্ম সদস্য সচিব আজহারুল মাকসুদ, দক্ষিণ বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব ইমতিয়াজ বেলালসহ সংগঠনের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বক্তারা তাদের বক্তব্যে বলেন, ওয়েস্টার্ন নিউইয়র্ক বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখতে হবে। কোনো ষড়যন্ত্র যাতে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা বলেন, কেন্দ্রীয় কমিটি যেই নেতৃত্বই দিক না কেন, সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বক্তারা আরও অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। তাই সকলকে সংগঠিত থেকে এগিয়ে যেতে হবে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে ওয়েস্টার্ন নিউইয়র্ক বিএনপির ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শাহিনুর ইসলাম শাহীনকে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম, যুগ্ম আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম মোস্তফা জাবেদ, তরিকুল ইসলাম প্রিন্স, মো. জামাল উদ্দিন, সাজেদুর রহমান পিন্টু, সরোয়ার আরিস, হাসান মহেনুল, মো. জাকারিয়া, সোলায়মান হোসেন সালমান, মাহমুদুল হাসান, মো. মোস্তফা, আহমেদ মইন, নুর ছাপা, এটিএম আবু হানিফ, আব্দুর রাজ্জাক মাসুদ, সৈয়দ অসীম বাবুসহ অন্যরা। সদস্য সচিব হয়েছেন আব্দুর রহিম এবং যুগ্ম সদস্য সচিব সিয়াম আহমেদ। মোট ৬১ সদস্যের এই কমিটি গঠন করে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।