স্পেনে ভয়াবহ তাপপ্রবাহে মাত্র ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য নিশ্চিত করেছে।
মাদ্রিদ থেকে এএফপি জানায়, জনস্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ৩ থেকে ১৮ আগস্ট পর্যন্ত স্পেনে ১ হাজার ১৪৯ জন অস্বাভাবিকভাবে মারা গেছেন, যাদের মৃত্যুর পেছনে তীব্র গরমকে দায়ী করা হচ্ছে।
ইনস্টিটিউটটি স্পেনের মর্টালিটি মনিটরিং সিস্টেম (MoMo) ব্যবহার করে এই হিসাব তৈরি করেছে। এখানে ঐতিহাসিক গড় মৃত্যুহারের সঙ্গে বর্তমান মৃত্যুর তুলনা করা হয়েছে। পাশাপাশি জাতীয় আবহাওয়া সংস্থা AEMET-এর তথ্য ও অন্যান্য বাহ্যিক কারণও বিশ্লেষণে যুক্ত করা হয়েছে।
এর আগে গত জুলাই মাসে একই ইনস্টিটিউট জানিয়েছিল, ১ হাজার ৬০ জনের মৃত্যু সরাসরি তাপপ্রবাহের কারণে ঘটেছে। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৭ শতাংশ বেশি।
বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক তাপমাত্রা ক্রমেই বাড়ছে এবং এর ফলে বিশ্বব্যাপী ঘন ঘন তীব্র তাপপ্রবাহ দেখা দিচ্ছে। এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যু ও স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।