Thursday, November 21, 2024
Homeবহির্বিশ্বশান্তিতে নোবেল পেল জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন

শান্তিতে নোবেল পেল জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন

চলতি বছরে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন নিহন হিদানকায়ো। শুক্রবার নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এবং পরমাণু অস্ত্রের ব্যবহার বন্ধের প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। বিশেষভাবে, পরমাণু হামলার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও অভিজ্ঞতার মাধ্যমে এই বার্তাটি বিশ্বকে জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নিহন হিদানকায়ো।

সংগঠনটির সহপ্রধান তোশিউকি মিমাকি পুরস্কার পাওয়ার খবরে আবেগপ্রবণ হয়ে সাংবাদিকদের বলেন, “শান্তিতে নোবেল পুরস্কার পাবো, তা কখনো ভাবিনি।”

হিরোশিমা ও নাগাসাকিতে ১৯৪৫ সালের পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের নিয়ে ১৯৫৬ সালে গঠিত হয়েছিল নিহন হিদানকায়ো।

এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মোট ২৮৬টি মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে ১৯৭ জন ব্যক্তি এবং ৮৯টি প্রতিষ্ঠান ছিল। শেষ পর্যন্ত জাপানের এই প্রতিষ্ঠানটিই শান্তির জন্য নোবেল পেল।

গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ইরানের কারাবন্দী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments