শান্তিতে নোবেল পেয়েছেন ইরানের কারাবন্দী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি।

এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন ইরানের কারাবন্দী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে এবং সবার জন্য মানবাধিকারের পক্ষে সোচ্ছার থাকায় তাকে এ পুরস্কার দেওয়া হয়। নার্গিস মোহাম্মদী একজন ইরানি কারাবন্দী নারী অধিকার আইনজীবী। শুক্রবার বিজয়ীদের নাম ঘোষণা করে নরয়েজিয়ান নোবেল কমিটি। ৫১ বছর বয়সী নার্গিস মোহাম্মদি মূলত সাংবাদিক ও মানবাধিকারকর্মী। নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করা ও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কাজ করায় তাকে বেশিভাগ সময় কারাগারে থাকতে হয়েছে।

এ পর্যন্ত তাকে ১৩ বার গ্রেপ্তার করা এবং ৫ বার দোষী সাব্যস্ত করেছে ইরানের শাসকরা। সব মিলিয়ে ৩১ বছরের কারাদণ্ড এবং ১৫৪টি বেতাঘাত করেছে।

এখনো তিনি কারাগারে রয়েছেন। গত বছর বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ছিলেন এই নার্গিস মোহাম্মদি। পুরস্কার হিসাবে তিনি ১০ লাখ ডলার পাবেন। আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে এ বছর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

Related posts

ইসরায়েলে আটক সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীদের আমরণ অনশন

ইন্দোনেশিয়ায় বিক্ষোভে প্রতিবেশী দেশগুলোর সমর্থন

ইউক্রেনে পশ্চিমা সেনারা রাশিয়ার জন্য বৈধ লক্ষ্যবস্তু: পুতিন