করোনা মহামারি শেষ হওয়ার পাঁচ বছর পর, বিশেষজ্ঞরা আবার নতুন মহামারির সতর্কবার্তা দিচ্ছেন। আশঙ্কা করা হচ্ছে, ২০২৫ সালে করোনার মতো নতুন কোনো মহামারি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। যদিও এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কোন রোগটি মহামারি আকার ধারণ করবে।
সাম্প্রতিককালে এইচএমপিভি ভাইরাসের প্রাদুর্ভাব বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করেছে। যুক্তরাজ্যের সাউথ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মাইকেল হেড বলেন, “আগামী মহামারি হতে পারে মারাত্মক সংক্রামক, যার ফলে মৃত্যুহার হবে খুবই উঁচু।
এই মহামারির সম্ভাব্য নাম দেওয়া হয়েছে ডিজিস-এক্স।”
হাম, কলেরা, বার্ড-ফ্লু, এবং স্ক্যাবিসসহ প্রায় ১১টি রোগকে সম্ভাব্য মহামারির তালিকায় রাখা হয়েছে। তবে এইচএমপিভি ভাইরাস চীনে ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। দেশটির হাসপাতালে ভিড় বৃদ্ধি এবং জাপানে ঠান্ডাজনিত সংক্রমণে ৭ লাখের বেশি মানুষের আক্রান্ত হওয়ার খবর ইতোমধ্যে আলোচনায় এসেছে।
এইচএমপিভি ও বর্তমান পরিস্থিতি
চীনে এইচএমপিভি ভাইরাসে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন। যাদের আগে শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল, তারা বিশেষভাবে আক্রান্ত হচ্ছেন। জ্বর, নাকবন্ধ, কাশি, এবং শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত লক্ষণ থেকে এই ভাইরাস ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা বা কানের সংক্রমণের মতো জটিলতায় রূপ নিতে পারে। চীনে এই ভাইরাস প্রকট হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা দেশটির সরকার এখনো কোনো সতর্কতা জারি করেনি। তবে ভাইরাসটির দ্রুত বিস্তারের কারণে জরুরি অবস্থা জারি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিরোধ ও সতর্কতা
ভারত ইতোমধ্যে সতর্ক অবস্থান গ্রহণ করেছে। দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ড. অতুল গয়াল জানিয়েছেন, শ্বাসকষ্টজনিত সমস্যাকে হালকাভাবে নেওয়া যাবে না। কোনো ধরনের জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে এখনো কোনো টিকা আবিষ্কৃত হয়নি। তবে করোনা মহামারি থেকে শেখা সতর্কতাগুলো যথাযথভাবে পালন করলে এটি প্রতিরোধ করা সম্ভব। ২০ সেকেন্ড ধরে সাবান-পানি দিয়ে হাত ধোয়া, অপরিষ্কার হাতে নাক-মুখ স্পর্শ না করা এবং আক্রান্ত ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা অত্যন্ত কার্যকর হতে পারে।
করোনা মহামারিতে বিশ্বজুড়ে ১ কোটি ৪০ লাখেরও বেশি প্রাণহানি এবং ৪০ কোটির বেশি আক্রান্তের পর, নতুন এই ভাইরাসের প্রাদুর্ভাব জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। চিকিৎসকরা মনে করছেন, যথাযথ সতর্কতা মেনে চললে এই ভাইরাস থেকে সুরক্ষিত থাকা সম্ভব।