Wednesday, January 22, 2025
Homeবহির্বিশ্বকৃষিতে সাফল্য, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখালো সৌদি আরব।

কৃষিতে সাফল্য, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখালো সৌদি আরব।

কৃষিতে অসাধারণ সাফল্য অর্জন করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে সৌদি আরব। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম খামারের স্বীকৃতি পেয়েছে কৃষিতে সেচের জন্য নবায়নযোগ্য পানির ব্যবহার বিষয়ক গবেষণা ইউনিটের একটি খামার। এটি আসির অঞ্চলের ওয়াদি বিন হাশাবালে অবস্থিত।

৩২ লাখ বর্গমিটারের বিশাল এলাকাজুড়ে খামারটি দুই ভাগে বিভক্ত

প্রতিটিতে রয়েছে ৫ লাখ লিটার ধারণক্ষমতাসম্পন্ন কংক্রিট ট্যাঙ্ক। খামারটিতে সেচের জন্য আছে স্বয়ংক্রিয় বাবস্থা। বেশ কয়েকটি কাঠামোর সাথে খামারটিতে আছে পাঁচটি শীতাতপ নিয়ন্ত্রিত গ্রিন হউস। রিয়াদে সৌদি রিফ প্রোগ্রামের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয়। পরিবেশ, পানি ও কৃষিবিষয়ক মন্ত্রি আবদুর রহমান বিন আবদুল মোহসেন আল ফাদলি এ অনুষ্টানে বিশ্বরেকর্ড গড়ার সনদ গ্রহন করেন। খামারটিতে বেশি পরিমাণ উৎপাদিত হয় লেবু, কমলা, ডালিম, আঙুর, ডুমুর, বাদাম ও জলপাই।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments