Tuesday, January 21, 2025
Homeবহির্বিশ্বএক বছরে ইসরায়েলকে রেকর্ড পরিমাণ সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র

এক বছরে ইসরায়েলকে রেকর্ড পরিমাণ সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র

গাজা উপত্যকায় ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বিগত এক বছরে রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ‘কস্টস অব ওয়ার’ প্রকল্পের সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, এ সময়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কমপক্ষে ১ হাজার ৭৯০ কোটি ডলারের সামরিক সহায়তা প্রদান করেছে, যা এ যাবৎকালে এক বছরে ইসরায়েলের জন্য সর্বোচ্চ সহায়তা।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে আক্রমণ চালানোর পর থেকেই ইসরায়েল গাজার উপর পাল্টা হামলা শুরু করে। যুদ্ধ শুরুর এক বছরের মাথায় প্রকাশিত এই প্রতিবেদনে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিবরণ তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েলের আয়রন ডোম ও ডেভিডস স্লিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সমৃদ্ধ করতে যুক্তরাষ্ট্র প্রায় ৪০০ কোটি ডলার ব্যয় করেছে। এছাড়া ইসরায়েলের জন্য অস্ত্র ও উড়োজাহাজের জ্বালানির জন্যও নগদ অর্থ পাঠানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনার জন্য অতিরিক্ত ৪৮৬ কোটি ডলার ব্যয় করা হয়েছে। লোহিত সাগর ও এডেন উপসাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা প্রতিহত করতে এই অর্থ ব্যয় করা হয়েছে। হুতি বিদ্রোহীরা দাবি করেছে যে, গাজার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে তারা এসব হামলা চালিয়েছে।

এ গবেষণার হিসাব-নিকাশে নেতৃত্ব দিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুল অব গভর্নমেন্টের অধ্যাপক লিন্ডা জে বিলমেস, যিনি নাইন ইলেভেনের পর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের খরচ হিসাবেও বিশেষ অবদান রেখেছেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments