Wednesday, January 22, 2025
Homeদেশের খবর৫১ সাংবাদিককে নিষিদ্ধের দাবি জানালো বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন

৫১ সাংবাদিককে নিষিদ্ধের দাবি জানালো বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন ৫১ জন সাংবাদিককে “জাতীয় দুশমন” হিসেবে ঘোষণা করে তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। শনিবার (১০ আগস্ট) এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন সংগঠনের দুই সমন্বয়ক, আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসুদ।

অভিযোগে উল্লেখ করা হয়, জাতীয় প্রেস ক্লাব একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান হলেও, এটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং এর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা প্রেস ক্লাবের বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে জাতির দুশমন হিসেবে উল্লেখ করে অভিযোগ করেন, তারা পুলিশ ও আওয়ামী লীগের মদদে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যা ছাত্রদের রক্ত ঝরানোর মতো মানবতাবিরোধী কাজের সঙ্গে সম্পর্কিত।

সংগঠনটি আরও দাবি করেছে যে, নিচের তালিকাভুক্ত সাংবাদিকরা জাতীয় স্বার্থ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন:

১. ফরিদা ইয়াসমিন (সভাপতি, প্রেস ক্লাব)
২. শ্যামল দত্ত (সাধারণ সম্পাদক, প্রেস ক্লাব)
৩. প্রভাষ আমিন (সদস্য, প্রেস ক্লাব)
৪. জাহেদুল আহসান পিন্টু (সদস্য, প্রেস ক্লাব)
৫. মোজাম্মেল বাবু (মালিক, ৭১ টিভি)
৬. আশীষ সৈকত
৭. ইকবাল সোবহান চৌধুরী
৮. সোহেল হাসান চৌধুরী
৯. ফারজানা রুপা
১০. আরিফ জেফতিক
১১. অশোক চৌধুরী
১২. শাহজান সরদার
১৩. সুভাষ সিংহ রায়
১৪. আজমল হক হেলাল
১৫. আবুল খায়ের
১৬. মঞ্জুরুল ইসলাম (ডিবিসি)
১৭. প্রণব সাহা (ডিবিসি)
১৮. নঈম নিজাম (বাংলাদেশ প্রতিদিন)
১৯. খায়রুল আলম (ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট ও ডিইউজে নেতা)
২০. সাইফুল আলম (যুগান্তর)
২১. আবেদ খান
২২. সুভাষ চন্দ্র বাদল
২৩. জ ই মামুন
২৪. জাফর ওয়াজেদ (পিআইবি)
২৫. শাহনাজ সিদ্দিকী (বিএসএস)
২৬. সাইফুল ইসলাম কল্লোল (বিএসএস)
২৭. পাভেল রহমান
২৮. আজিজুল ইসলাম ভূঁইয়া
২৯. সৈয়দ বোরহান কবির
৩০. শাবান মাহমুদ
৩১. সৈয়দ ইশতিয়াক রেজা
৩২. মোল্লা আমজাদ
৩৩. শফিকুর রহমান
৩৪. আবুল কালাম আজাদ
৩৫. মামুন আব্দুল্লাহ (ইন্ডিপেন্ডেন্ট টিভি)
৩৬. সোমা ইসলাম (চ্যানেল আই)
৩৭. শ্যামল সরকার (ইত্তেফাক)
৩৮. অজয় দাশগুপ্ত (সমকাল)
৩৯. আলমগীর হোসেন (সমকাল)
৪০. শাকিল আহমেদ (৭১ টিভি)
৪১. রামা প্রসাদ (সমকাল)
৪২. সঞ্জয় সাহা পিয়াল (সমকাল)
৪৩. ফরাজী আজমল (ইত্তেফাক)
৪৪. আনিসুর রহমান (বিএসএস)
৪৫. স্বপন বসু (বিএসএস)
৪৬. হাসান জাবেদ (এনটিভি)
৪৭. মিথিলা ফারজানা (৭১ টিভি)
৪৮. শবনম আজিম (৭১ টিভি)
৪৯. এনামুল হক চৌধুরী
৫০. দীপক কুমার আচার্য
৫১. নাঈমুল ইসলাম খান

বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন এসব সাংবাদিককে সাংবাদিকতার অঙ্গনে নিষিদ্ধ ও বহিষ্কারের আবেদন জানিয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে অনুরোধ করেছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments