Tuesday, September 17, 2024
Homeদেশের খবর১২ সিটি করপোরেশনের মেয়র অপসারণ, প্রশাসক নিয়োগ

১২ সিটি করপোরেশনের মেয়র অপসারণ, প্রশাসক নিয়োগ

দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করেছে সরকার। আজ সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

অপসারণ হওয়া সিটি করপোরেশনগুলো হলো ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর এবং ময়মনসিংহ।

এই সিটি করপোরেশনগুলোতে প্রশাসক হিসেবে অতিরিক্ত সচিব এবং বিভাগীয় কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে।
সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ‘স্থানীয় সরকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুমোদন করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। নতুন আইনে সরকার বিশেষ পরিস্থিতিতে জনস্বার্থে মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের অপসারণ এবং প্রশাসক নিয়োগ করতে পারবে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা আত্মগোপনে চলে যান। ফলে সরকার বিকল্প পদক্ষেপ হিসেবে আইন সংশোধন করে প্রশাসক নিয়োগের ব্যবস্থা করেছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments