Thursday, November 7, 2024
Homeদেশের খবরস্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবসে র‍্যালি

স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবসে র‍্যালি

এসো প্রাণের ছোঁয়ায় গড়ি রক্তের বন্ধন চোখের জ্যোতি হয়ে উঠুক প্রাণের স্পন্দন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২রা নভেম্বর, ২০২৪ইং, বাংলা ১৭ই কার্তিক ১৪৩১বঙ্গাব্দ, রোজ শনিবার “জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস” একটি উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার হতে একটি বর্ণাঢ্য র্যালি বাহির হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চত্বরে গিয়ে শেষ হয়। র্যালীর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব জনাব এম এ আকমল হোসেন আজাদ।

এ সময় র্যালীতে অংশগ্রহণকারীগণের হাতে ছিল বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড-ব্যানার।

শনিবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এ-ব্লকের অডিটরিয়ামে এই ‘উদ্বোধনী অনুষ্ঠান’ হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের ‘শুভ উদ্বোধন’ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব জনাব এম এ আকমল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির মহাসচিব অধ্যাপক ডা. মো. জয়নুল ইসলাম এবং সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি জনাব হাসিন মুকরামিন আজমাইন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব এটি এম সাইফুল ইসলাম। র্যালীর পর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। যেখানে স্বেচ্ছায় রক্তদান করেছেন সন্ধানী ইস্ট ওয়েস্ট মেডিকেল ও আপডেট ডেন্টাল কলেজ ইউনিটের যুগ্ম অর্থ সম্পাদক ওয়ালিদ বিন নিয়াজ।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments