সরকারকে ১০ নভেম্বরের মধ্যে পদত্যাগের আলটিমেটাম ইসলামী আন্দোলনের।

ঐতিহাসিক সোহরওয়াদী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ হয়েছে। এতে সারা দেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন। মাঠেই জুমার নামাজ আদায় করেন তারা। এর পরেই শুরু হয় মহাসমাবেশের মুল আলোচনা। ১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগের আল্টিমেটাম সহ ৪ দফা দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার সোহরওয়াদী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে এই আল্টিমেটাম দিয়েছেন দলটির আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম চরমোনাই পির।

চরমোনাই পির বলেন, আগামী ১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগ করে ও জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয় গঠিত জাতীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

তিনি আরও বলেন, বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে আগামী ১ সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারনে কারারুদ্ধ বিএনপি সহ সকল নেতাকর্মীকে মুক্তি ও রাষ্ট্রপতিকে সকল রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের উদ্যোগ নিতে হবে। দাবি না মানলে বিরোধী দলগুলোর সাথে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Related posts

শিক্ষা ক্যাডারে নতুন বিষয় অন্তর্ভুক্তির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ ও তিন দফা দাবি

BIT গঠনের দাবিতে আমরণ অনশনে চার ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

জাতির উদ্দেশে ভাষণে রোজার আগেই জাতীয় নির্বাচন ঘোষণা প্রধান উপদেষ্টার