বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আটটি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
এবারের নির্বাচনে কোনো সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ জানান, বিকেল তিনটার মধ্যে অনেক কেন্দ্রে ভোটকেন্দ্রের প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। তবে চূড়ান্ত ভোট সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।
ডাকসুর ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হলে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪।