Thursday, November 21, 2024
Homeদেশের খবররাবির খেলার মাঠে স্থানীয়দের আধিপত্য

রাবির খেলার মাঠে স্থানীয়দের আধিপত্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) বাংলাদেশের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় হলেও এখানে সংকীর্ণতার শেষ নেই। প্রতিনিয়ত খেলার মাঠ দখল নিয়ে চলে স্থানীয়দের সাথে ক্যাম্পাসের ছাএদের বাকবিতন্ডতা। বিশেষ করে ছুটির দিনগুলোতে ক্যাম্পাস ফাঁকা থাকলেও খেলার মাঠ তাকে পরিপূর্ণ। রাবি ক্যাম্পাসে বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম রয়েছে। সেটি শুক্রবার ছুটি দিনে বন্ধ থাকে যা ছাএের হতাশার জায়গায়  পরিণত হয়েছে। অন্যদিকে,আরও কিছু মাঠ রয়েছে যেমন: জুবেরী , সবাস বাংলাদেশ, শেখ রাসেল, হবিবুর রহমান হল মাঠ সেগুলোতে ছুটির দিনে ছাএদের জায়গা পাওয়া দুষ্কর। গত ৩১ অক্টোবর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৬০ ব্যাচের নবীন কিছু শিক্ষার্থী ক্রিকেট খেলা উপলক্ষে সন্ধ্যায় জুবেরী মাঠ ধরে আসে (মাঠ ধরার নিয়মটি হলো কাগজে সময়, তারিখ লিখে ইট দিয়ে চাপা দিয়ে নির্দিষ্ট স্থানে রাখতে হয়)। কিন্তু আজকে তারা সকাল ৮টায় খেলার জন্য জুবেরী মাঠে গেলে স্থানীয়রা আগে থেকে খেলা শুরু করে দেয়। যার কারনে তারা স্থানীয়দের সাথে কথা বললে, তারা মানতে রাজি হয়না বরং বাকবিতন্ডায় জড়ায়। একজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায় যে, এখানে ক্যাম্পাসে ছাএদের থেকে খেলার মাঠসহ গাছ থেকে ফল পাড়া, পুকুর থেকে মাছ ধরা, সবক্ষেত্রে স্থানীয়দের আধিপত্য বেশি। শুক্রবার,শনিবার এমনি কি বাকি ছুটির দিন গুলোতে চলে মাঠ দখল নিয়ে গন্ডগোল। এই সমস্যা সমাধান নিয়ে রাবি প্রশাসনের কাছ থেকে কোন ফলপ্রসূ সমাধান পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments