Monday, December 23, 2024
Homeদেশের খবরমির্জা ফখরুলকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হচ্ছে।

মির্জা ফখরুলকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হচ্ছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)।

মির্জা ফখরুলকে আটকের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে রাখা হয়েছিল। এদিকে সকাল নয়টার দিকে ডিবির সদস্যরা মির্জা ফখরুলের বাসায় গিয়ে আটক করে নিয়ে আসেন। মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম সাংবাদিকদের জানান, পুলিশের সদস্যরা গিয়ে প্রথমে মির্জা ফখরুল এবং বাসার সবার সাথে কথা বলেন ।

এরপর সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও হার্ডডিস্ক নিয়ে চলে যান তাঁরা।

এরপর ঠিক ১০ মিনিট পর আবার এসে মির্জা ফখরুলকে নিয়ে যান পুলিশ সদস্যরা। মির্জা ফখরুলের বিষয়ে পুলিশের সিদ্ধান্ত জানতে চাওয়া হলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, হত্যা ও গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানায় যে মামলা হয়েছে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments