Monday, January 13, 2025
Homeদেশের খবরভ্যাট বৃদ্ধির প্রভাব নিত্যপণ্যে পড়বে না: এনবিআর

ভ্যাট বৃদ্ধির প্রভাব নিত্যপণ্যে পড়বে না: এনবিআর

নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার ক্ষেত্রে ভ্যাট, সম্পূরক শুল্ক বা আবগারি শুল্ক বাড়ানো হয়নি, ফলে এ ধরনের পণ্যের দামে কোনো প্রভাব পড়বে না এবং মূল্যস্ফীতিও বাড়বে না।

শনিবার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে ভ্যাট, আয়কর ও শুল্ক সংক্রান্ত কিছু বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়েছে, যা এনবিআরের দৃষ্টিগোচর হয়েছে। জনস্বার্থে জানানো যাচ্ছে যে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির ওপর শুল্ক-কর হার ব্যাপকভাবে কমানো হয়েছে।

এনবিআর জানায়, গত চার মাসে বাজারে নিত্যপণ্যের সরবরাহ বৃদ্ধি ও মূল্য স্থিতিশীল রাখতে চাল, আলু, পেঁয়াজ, চিনি, ডিম, খেজুর, ভোজ্য তেল, কীটনাশকসহ আটটি পণ্যে আমদানি ও স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে শুল্ক, ভ্যাট ও আয়কর ছাড় দেওয়া হয়েছে। তবে এতে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য ঘাটতি দেখা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাজেট ঘাটতি কমাতে এবং রাজস্ব আদায় বাড়াতে ভ্যাটের আওতা বৃদ্ধি ও হার যৌক্তিকীকরণের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য এই সিদ্ধান্তের আওতামুক্ত। ফলে এসব পণ্যের দামে কোনো পরিবর্তন হবে না।

রাজস্ব বোর্ড জানায়, ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে রাজস্ব সংগ্রহ বাড়ানোর লক্ষ্যে ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্ক বৃদ্ধির এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আয়করের আওতা বৃদ্ধিতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে আয়কর অব্যাহতি বাতিল ও সংশোধনের প্রক্রিয়া চলছে।

এনবিআরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, যেসব পণ্য ও সেবার ক্ষেত্রে শুল্ক বাড়ানো হয়েছে, তার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য অন্তর্ভুক্ত নয়। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন পণ্য কিনতে বাড়তি ব্যয় হবে না এবং মূল্যস্ফীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments