ভৈরবে ভায়াবহ ট্রেন দুর্ঘটনা, ২০ যাত্রীর প্রাণহানি

কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে যাত্রীবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানা গেছে।  নিহতের সংখ্যা আরও বাড়তে পারে আহত হয়েছে অনেক যাত্রী। আজ সমবার বেলা তিনটার দিকে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে একটি মালবাহী ট্রেন চট্টগ্রামের দিকে যাচ্ছিল। আর আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল ভৈরব থেকে ঢাকায়। ভৈরব রেল স্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এ সময় যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। হতাহতদের উদ্ধার করতে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজে যোগ দেন।

Related posts

শিক্ষা ক্যাডারে নতুন বিষয় অন্তর্ভুক্তির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ ও তিন দফা দাবি

BIT গঠনের দাবিতে আমরণ অনশনে চার ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

জাতির উদ্দেশে ভাষণে রোজার আগেই জাতীয় নির্বাচন ঘোষণা প্রধান উপদেষ্টার