Wednesday, January 22, 2025
Homeদেশের খবরবাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্লিঙ্কেনকে ২২ সিনেটরের চিঠি

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্লিঙ্কেনকে ২২ সিনেটরের চিঠি

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি লিখেছেন ২২ জন মার্কিন সিনেটর। এই চিঠিতে তারা বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

শুক্রবার (২ আগস্ট) লেখা চিঠিটিতে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়েছে। চিঠিটি প্রণয়ন করেছেন মার্কিন ডেমোক্রেট সিনেটর এডওয়ার্ড জে মারকি, প্রতিনিধি জিম ম্যাকগভর্ন এবং বিল কিটিং। সিনেটর এডওয়ার্ড জে মারকির নিজস্ব ওয়েবসাইটে চিঠিটি প্রকাশিত হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, “বাংলাদেশ সরকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করে এমন পদক্ষেপ অব্যাহত রেখেছে।

এর মধ্যে রয়েছে জানুয়ারিতে অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নির্বাচন, শ্রম নীতিমালার উন্নয়নে ব্যর্থতা এবং সাম্প্রতিক সময়ে বন্দুক ও টিয়ার গ্যাস ব্যবহার করে সহিংসভাবে বিক্ষোভ দমন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ।”

আইনপ্রণেতারা আরও উল্লেখ করেন, “যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কের ভিত্তি গণতান্ত্রিক নীতিমালা সমুন্নত রাখা। আপনি (মার্কিন পররাষ্ট্রমন্ত্রী) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে নেতৃত্ব দিয়ে এই সম্পর্ক বজায় রাখতে পারেন।”

চিঠিতে আরও বলা হয়, “মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব সহিংসতার নিন্দা করতে হবে, মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের মতো সমালোচনামূলক নাগরিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে হওয়া এই অপব্যবহারের জন্য জড়িত সরকারি কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।”

চিঠিতে স্বাক্ষরকারী ২২ আইনপ্রণেতাদের মধ্যে আছেন সিনেটর ক্রিস ভ্যান হোলেন, সিনেটর ডিক ডারবিন, সিনেটর টিম কেইন, সিনেটর টামি বল্ডউইন, সিনেটর জেফ মার্কলে, সিনেটর ক্রিস মারফি এবং প্রতিনিধি সেথ মল্টন, লরি ট্রাহান, জো উইলসন, দিনা টাইটাস, গ্রেস মেং, গেরি কনলি, গাবে আমো, আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, ইলহান ওমর, নাইডিয়া ভেলাজকুয়েজ, ড্যান কিলডি, বারবারা লি ও জেমস ময়লান।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments