ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB) এর সহযোগী সংগঠন অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর আয়োজনে সোনাখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর সমাবেশ কক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো কমিউনিটি অ্যাকশন মিটিং।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৫০ শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতাল কেন্দ্রিক অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর কো-অর্ডিনেটর এবং সোনাখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি অ্যাড. মোঃ সাইফুল ইসলাম সোহেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক সভাপতি মোঃ মনির হোসেন কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর মনিটরিং, ইভালুয়েশন এ্যান্ড লার্নিং বিভাগের ডেপুটি কো-অর্ডিনেটর জনাব মোঃ আলমগীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক সদস্য আলহাজ্ব মোঃ হারুন অর রশীদ, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সোনাখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি মোঃ আবু ইউসুফ খান লিটন।
উক্ত সভায় টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ নাজমুল হোসাইন খান, এসিজি সহ-সমন্বয়কারী হিরা রানী সম্পা, ইমরান হোসেন, এসিজি সদস্য জান্নাতুল ফেরদৌসী, জাহিদুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, ইন্টার্ন নুরে জান্নাত সাবরিনা, ইয়েস মেম্বার আহাদ, টিআইবি স্টাফ খাইরুল সহ সোনাখালী এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিবঅর্গ উপস্থিত ছিলেন