বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “একটা লড়াই আমরা করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে—সেই লড়াইয়েও আমরা জয়ী হব।”
শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমাদের এই সমাবেশে অংশ নিতে গিয়ে তিনজন ভাই ইন্তেকাল করেছেন। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদের জান্নাত দান করেন এবং তাদের পরিবারের সদস্যদের ধৈর্য ধরার তাওফিক দেন।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “যদি আবু সাঈদদের মতো সাহসী ভাইয়েরা মাঠে না নামতেন, যদি ২৪ জন জীবনবাজি রেখে আন্দোলনে অংশ না নিতেন, তাহলে আজ যারা বিভিন্ন দাবি নিয়ে কথা বলছেন, তাদের সেই দাবিগুলো আজকের দিন পর্যন্ত টিকত না। তাই শহীদদের অবদানকে হেয় করা যাবে না।”
তিনি রাজনৈতিক ভিন্নমত ও পরস্পরকে অসম্মান না করার আহ্বান জানিয়ে বলেন, “কোনো দল বা ব্যক্তিকে অপমান করা যাবে না। যারা অহংকার করে, যারা ভিন্নমতকে সহ্য করতে পারে না, তাদের মধ্যেই ফ্যাসিবাদের বীজ রোপণ করা আছে।”
বক্তব্যকালে তিনি অসুস্থ হয়ে দুইবার মঞ্চে পড়ে যান। পরে মঞ্চে বসে বক্তব্য দেন এবং বলেন, “আল্লাহ যতক্ষণ হায়াত দিয়েছেন, ততটুকুই থাকব, এক মিনিটও বেশি না।” তিনি জানান, শাসনক্ষমতায় গেলে জামায়াত নেতারা কোনো প্লট নেবেন না, করমুক্ত গাড়ি ব্যবহার করবেন না এবং ব্যয়ের পূর্ণ হিসাব জনসমক্ষে তুলে ধরবেন। চাঁদা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন তিনি। ডা. শফিক আরও জানান, সমাবেশে যোগ দিতে গিয়ে তিনজন কর্মী ইন্তেকাল করেছেন। তিনি তাদের জন্য দোয়া করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, “তারুণ্যের শক্তিকে সঙ্গে নিয়ে এই সংগ্রামে জয়ী হব ইনশাআল্লাহ।”