নতুন রাজনৈতিক দলের নাম ‘বাংলাদেশ নাগরিক পার্টি’

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দলটির নাম রাখা হয়েছে ‘বাংলাদেশ নাগরিক পার্টি’

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির চারজন দায়িত্বশীল নেতা দলের নাম ও বিভিন্ন পদে নেতৃত্ব চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন দলের দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম চূড়ান্ত হয়েছেন। এছাড়া, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী এবং যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদ নির্বাচিত হয়েছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নতুন কমিটি নেতৃত্ব দেবে। এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে। ইতোমধ্যে একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে, যেখানে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সম্মুখযোদ্ধাদের গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে। পাশাপাশি, আলোচিত নারী নেত্রীদেরও নতুন দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানা গেছে।

Related posts

বরগুনায় টিআইবি সহায়তায় কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত

শান্তিপূর্ণভাবে শেষ হলো ডাকসু নির্বাচন

ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের মৃত্যু

1 comment

sildenafil citrato 100 mg June 5, 2025 - 4:51 PM
[…] viagra 50 mg […]

Comments are closed.

Add Comment