ধর্ম-বর্ণ বা মতের ভিন্নতা থাকলেও বাংলাদেশের সবাই একই পরিবারের অংশ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “আমাদের নানামত ও রীতিনীতি থাকবে, কিন্তু সবাই একই পরিবারের সদস্য। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের খবর শুনে মন খারাপ হয়েছিল। এরপর ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে বলেছিলাম, আমাদের সবার সমান অধিকার সংবিধান দ্বারা সুরক্ষিত, যা নাগরিক হিসেবে প্রাপ্য।”
তিনি আরও বলেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের খবর শুনে তিনি নেতাদের নিয়ে বসেছিলেন এ সমস্যা থেকে উত্তরণের উপায় খুঁজতে। তিনি বলেন, “তথ্য যাচাই জরুরি। অনেকে বলছে হামলা হচ্ছে, আবার অনেকে বলছে হচ্ছে না। সত্যটা খুঁজে বের করতে হবে। ভুল তথ্য প্রচার প্রতিরোধে সতর্ক হতে হবে। ”ড. ইউনূস বলেন, “সরকারি তথ্যের ওপর অন্ধভাবে নির্ভর না করে প্রকৃত ঘটনা খুঁজে বের করতে হবে। সত্য জানার জন্য সঠিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত করা জরুরি। অপরাধীর পরিচয় যেমনই হোক, তাকে বিচারের আওতায় আনা রাষ্ট্রের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “তথ্যপ্রবাহ ও প্রতিকার নিশ্চিত করতে হবে। ঘটনার সত্যতা যাচাই করে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করতে হবে। আমরা সবাই এক পরিবারের মতো দায়িত্ব পালন করলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব।”
প্রধান উপদেষ্টা বলেন, “এমন একটি বাংলাদেশ চাই যেখানে প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকবে। আমাদের লক্ষ্য পরিষ্কার। তথ্যের বিভ্রান্তি দূর করে সত্য প্রতিষ্ঠার ব্যবস্থা করতে হবে। আজকের আলোচনা কেবল শুরু, দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।”