Wednesday, January 22, 2025
Homeদেশের খবরতিন মাস দেশে লুকিয়ে ছিলেন ওবায়দুল কাদের, জানত না সরকার

তিন মাস দেশে লুকিয়ে ছিলেন ওবায়দুল কাদের, জানত না সরকার

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘ সময় দেশে লুকিয়ে ছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে সরকারের কাছে এ তথ্য ছিল না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক বিশেষ সভায় তিনি বলেন,

“ওবায়দুল কাদের দেশে আছেন, সরকার তা জানলে আগেই তাকে গ্রেপ্তার করা হতো।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, “পুলিশের মনোবল বেড়েছে। তবে পুরোপুরি কাজে ফিরতে কিছুটা সময় লাগবে। যারা পালিয়ে বেড়াচ্ছেন, তাদের পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সূত্র মতে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিন মাস ৫ দিন দেশে লুকিয়ে ছিলেন কাদের। পরে গত ৮ নভেম্বর মেঘালয়ের শিলং হয়ে কলকাতায় পালিয়ে যান তিনি।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর রাজশাহীর বিজিবি সদরদপ্তর পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারলে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments