Wednesday, January 22, 2025
Homeদেশের খবরদর্শনায় সাবেক কাউন্সিলরের উপর হামলার প্রধান আসামি গ্রেফতার

দর্শনায় সাবেক কাউন্সিলরের উপর হামলার প্রধান আসামি গ্রেফতার

দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে সাবেক কাউন্সিলর আশুর উদ্দীন আশুকে কুপিয়ে জখম করা মামলায় প্রধান আসামি রাশেদকে (৪০) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রাশেদ দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সানিরুলের ছেলে। আজ শনিবার (২ নভেম্বর ) সকাল সাড়ে ১১ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের শৈল মারি মাঠে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। উল্ল্যেখ্য গত ২২ অক্টোবর রাত ৮ টার দিকে দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদের পাশে জনৈক ওসমান (৩২) এর মুদি দোকানের সামনে সাবেক কাউন্সিলর আগুরউদ্দীন আশুকে কুপিয়ে জখম করে পালসার মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় ফরমান আলী বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ৭/৮ অজ্ঞাত আসামী করে দর্শনা থানায় মামলা দায়ের করে যার মামলা নং ১৯।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments