Tuesday, January 21, 2025
Homeদেশের খবরদর্শনায় আল্লাহর দান হোটেলে অর্ধলাখ টাকা জরিমানা

দর্শনায় আল্লাহর দান হোটেলে অর্ধলাখ টাকা জরিমানা

দর্শনায় বিশেষ টাস্কফোর্সের অভিযানে আল্লাহর দান হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান ও ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযান সূত্রে জানা যায়, দর্শনার মেসার্স আল্লাহর দান হোটেলে এর আগেও বারবার সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও প্রক্রিয়াজাতকরণ, ফ্রিজে বাসি পচা দই সংরক্ষণ, বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত দই তৈরি, দইয়ের মেয়াদ, মুল্য, ওজন ইত্যাদি না লেখা, যথাযথভাবে মুল্যতালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, দই মিষ্টির মধ্যে পোকা ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটির মালিক খন্দকার জহিরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে বাজারে ডিম, মুদিদোকান, মুরগীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। এই অভিযানে সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও দর্শনা পৌরসভা এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা করেন, ওয়ারেন্ট অফিসার জুলফিকারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments