Tuesday, September 17, 2024
Homeদেশের খবরতিন দিনে পুঁজিবাজারে ৫৮ হাজার কোটি টাকার মূলধন বৃদ্ধি

তিন দিনে পুঁজিবাজারে ৫৮ হাজার কোটি টাকার মূলধন বৃদ্ধি

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বিপুল উত্থান দেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর পুঁজিবাজারে লেনদেন শুরু হয়, যা প্রথম দিন থেকেই রেকর্ড বৃদ্ধি পায়।

২০১০ সালের কেলেঙ্কারি ও বড় ধসের পর থেকে গত ১৪ বছরে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি পুঁজিবাজার।

নীতি নির্ধারকদের একের পর এক ভুল সিদ্ধান্ত, দুর্বল কোম্পানি তালিকাভুক্তি, ভালো মানের শেয়ারের অভাব, শেয়ার নিয়ে কারসাজির মতো ঘটনায় পুঁজিবাজারে কমতে থাকে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ। ফলে শুধু কারসাজি চক্র বাজারকে চাঙা রাখতে ব্যর্থ হয়।

মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ১৯৭ পয়েন্ট বৃদ্ধি পায়, বুধবার আরও ১৯২ পয়েন্ট, এবং বৃহস্পতিবার ৩০৬ পয়েন্টের রেকর্ড বৃদ্ধি ঘটে। লেনদেনের পরিমাণও বেড়ে দাঁড়ায় ১৬০৬ কোটি টাকায়।

তিন দিনে ডিএসইর বাজার মূলধন ৫৮ হাজার ৪৬৯ কোটি টাকা বেড়ে ৭ লাখ ৩ হাজার ৯১৩ কোটি টাকায় পৌঁছায়। দীর্ঘদিনের মন্দার পর বাজারে ফিরে এসেছে স্বস্তি, যা বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করেছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments