ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে তরিকুল ইসলাম নামে এক সাংবাদিক মারা গেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে তিনি দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ অচেতন হয়ে পড়লে সহকর্মী সাংবাদিক ও উপস্থিতরা দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Related posts

বরগুনায় টিআইবি সহায়তায় কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত

শান্তিপূর্ণভাবে শেষ হলো ডাকসু নির্বাচন

উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন