জাতির উদ্দেশে ভাষণে রোজার আগেই জাতীয় নির্বাচন ঘোষণা প্রধান উপদেষ্টার

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় সরকার। এই লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে দেওয়া এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারিত হয়। ভাষণে তিনি জানান, সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তী সরকার।

এর আগে দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন অধ্যাপক ইউনূস।

তিনি বলেন, “এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করার সময় এসেছে। তা হলো একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন এবং একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করা।” তিনি আরও যোগ করেন, “জাতিকে কথা দিচ্ছি, রমজানের আগেই এই নির্বাচন সম্পন্ন করতে আমরা নির্বাচন কমিশনকে সবধরনের সহযোগিতা করব।”

এই ঘোষণার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নির্বাচন প্রক্রিয়া শুরু করার আনুষ্ঠানিক বার্তা দেওয়া হলো।

 

Related posts

শিক্ষা ক্যাডারে নতুন বিষয় অন্তর্ভুক্তির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ ও তিন দফা দাবি

BIT গঠনের দাবিতে আমরণ অনশনে চার ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই ঘোষণাপত্র’ দেবেন প্রধান উপদেষ্টা