চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল, সবাই ডেভিল হান্টের জালে ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অপারেশন ডেভিল হান্টের আওতায় চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল—সবাই ধরা পড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের উসকানিমূলক আচরণের বিরুদ্ধে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে উপযুক্ত জবাব দিয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি আশ্বাস দেন, কারও বিরুদ্ধে মিথ্যা মামলা হলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং কোনো নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

তিনি আরও বলেন, অপারেশন ডেভিল হান্টে ছোট-বড় সব অপরাধী ধরা পড়বে, কেউই ছাড় পাবে না।

আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ভালো রয়েছে। ছোলা ও খেজুরের পর্যাপ্ত মজুদ আছে, পাশাপাশি সার সংকটও নেই। তবে কিছু ডিলার কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

শিক্ষা ক্যাডারে নতুন বিষয় অন্তর্ভুক্তির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ ও তিন দফা দাবি

BIT গঠনের দাবিতে আমরণ অনশনে চার ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

জাতির উদ্দেশে ভাষণে রোজার আগেই জাতীয় নির্বাচন ঘোষণা প্রধান উপদেষ্টার