উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে আটটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল চারটা পর্যন্ত। দীর্ঘ বিরতির পর আয়োজিত এ নির্বাচনে শিক্ষার্থীদের মাঝে দেখা যাচ্ছে উৎসাহ-উদ্দীপনা, অনেকেই সকাল থেকেই ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন।

এদিকে আচরণবিধি ভঙ্গের কিছু অভিযোগ উঠেছে। ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে শারীরিক শিক্ষা কেন্দ্রে প্রবেশ করে প্রচারণার অভিযোগ আনা হয়। কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি জানার পর তাঁকে বের হয়ে যেতে বলা হয়। একইভাবে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরাও অভিযোগ করেন, কিছু প্যানেল ভোটারদের লাইনে গিয়ে স্লিপ ও লিফলেট বিতরণ করছে, যা ভোটারদের জন্য বিরক্তিকর হয়ে উঠেছে।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনো প্রকার প্রচারণা নিষিদ্ধ থাকলেও বিভিন্ন কেন্দ্রে এ নিয়ম মানা হয়নি। শারীরিক শিক্ষা কেন্দ্র, কার্জন হল ও উদয়ন স্কুলে প্রার্থীদের কর্মী-সমর্থকদের প্রচারণা চালাতে দেখা গেছে। এতে ভোটারদের প্রবেশে ভোগান্তি সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রভোস্টরা জানান, অভিযোগগুলো গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এবারের নির্বাচনে ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৮৭৩ এবং নারী ১৮ হাজার ৯০২ জন। ভোটাররা কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদে ভোট দিচ্ছেন। মোট ৪৭১ জন ডাকসু প্রার্থী ও ১,০৩৫ জন হল সংসদ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৯৭১ সালের স্বাধীনতার পর এটি অষ্টম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ৩৮তম ডাকসু নির্বাচন।

 

Related posts

বরগুনায় টিআইবি সহায়তায় কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত

শান্তিপূর্ণভাবে শেষ হলো ডাকসু নির্বাচন

ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের মৃত্যু